Wednesday, May 27, 2015

মজার দেশ

আওয়ামী সরকারের নাটকের কাছে আমপাবলিক এখন অসহায়, যেমন ছিল বিএনপি জামাতের জঙ্গিবাদীশাসনামলে । যখনই সরকার বেকায়দায় পরে তখন এমন সব হত্যাকান্ড ঘটে যা আলোচনার চরম খোড়াক পায় । বদৌলতে পিপিলিকার মত পুড়ে মরছে বা মারছে মানুষ । একন ধারাবাহিকভাবে ব্লগার হত্যা হচ্ছে । দায় নিচ্ছে আনসারুল্লাহ । আমার মতে এটা পুরোটাই নাটক । হয়তো সরকারের নির্দেশনায় এ কাজ করছে কোন বিশেষ বাহিনী । নয়তো দেশে এত গোয়েন্দা, পুলিশ, গুমবাহিনী থাকতে হত্যাকারীদের চিহ্নিত করতে পারছে না । এটা বিশ্বাস করা যায় না । লাদেন যেমন আমেরিকার সৃষ্টি তেমনি ব্লগার হত্যাকারীরাও সরকারের সৃষ্টি । প্রায় শোনা যায় সরকারের রাঘব বোয়াল মহল এসব নিয়ে উদোর পিন্ডি বুদো বিএনপি জামাতের ঘাড়ে ফেলছে । কথা হল, বিম্পি জামাততো এখন বিলুপ্তপ্রায় দল তারা দল টিকাবে না ধর্মপ্রচার করতে আসবে । আসলে সরকারি নাটক বন্ধ না করলে দেশে গনতন্ত্র আসবে না । ঘরে ঘরে আসবে ক্রসফায়ারে নিহত মৃতদেহ বা কথিত আনসারুল্লাহর পয়গাম ।

No comments:

Post a Comment