Wednesday, May 27, 2015

বাংলাদেশ: বোবার দেশ

 
শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এর একটি উক্তি প্রাণিধানযোগ্য। সাম্প্রতি নর্দার্ন বিশ্বদ্যিালয়ের এক সমাবর্তনে তিনি বলেছেন, ‘আমার বক্তৃতা লেখাই থাকে। লেখার বাইরে আমার বলার কোন সুযোগ নাই।’

দ্বিতীয় দফায় একটু আলোকপাত করতে চাই সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ এর আক্ষেপের কথায়। তিনি বলেছিলেন, ‘একমাত্র কবর জিয়ারত ছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতির আর কোন নিজস্ব ক্ষমতা নেই। ’


বাংলাদেশের ইতিহাসে সততা ও নিষ্ঠাবান যে দুজন রাষ্ট্রপতি তাদের মন্তব্য যদি হয় এরকমের তাহলে বুঝুন এবার আমরা মানে আম পাবলিকের অবস্থা কি? আমরা তো প্রতিবন্ধি হয়ে গেছি।

কথা বলার কোন অপশন নাই বাংলাদেশে। এ দেশ এখন বোবাদের দেশ। বাংলাদেশী বংশোদ্ভুত তিন নারী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় তাদের ছবি সম্বলিত ব্যানারে ঢাকা পরে যায় ব্যস্ততম সড়ক। তার আড়ালে আরও চাপা পড়ে গণধর্ষিতা মেয়েদের চিৎকার। আমাদের প্রধানমন্ত্রী জনৈক সংগীত শিল্পিকে টেলিভিশনের লাইভ প্রগ্রামে টেলিফোন করে শুভেচ্ছা জানাতে পারে কিন্তু ধর্ষিতা মেয়েটিকে দেখতে যেতে পারেন না।

ব্রয়লারের মুরগীর মত মুক্ত চিন্তার মানুষদের জবেহ করছে যারা তাদের দমনে না নেমে যেন মৌন সর্মথনে রয়েছেন সরকার। এর পিছনে গদি রক্ষা বা খুয়ানোর যে বিশাল সরল অংক আছে সেটা নিয়েই আছেন স্বাধীনতা ও ধর্মের লিজ গ্রহণকারীরা।

জনগন তাদের কাছে ফাও প্যাচালের মত। নয়তো রাষ্ট্রপতির বাক স্বাধীনতার বর্হিপ্রকামটা বোধকরি এভাবে হত না।

অথচ আমাদের সংবিধানে উল্লেখ আছে, ‘চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা দেয়া হইল।’

No comments:

Post a Comment